আজকের এই পেজটি কষ্টের এসএমএস (Bangla koster sms)একটি ইমোশনাল ছন্দ এসএমএস এবং কষ্টের কবিতা নিয়ে সাজানো হয়েছে। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর বাংলায় কষ্টের এসএমএস বা কষ্টের এসএমএস ইমোশনাল মেসেজ পাবেন। লেখাগুলো অনেক সুন্দর ভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আশাকরি আপনাদের সবার কাছে এই কষ্টের এসএমএস/Bangla koster sms বা কষ্টের কবিতা/বাংলা কষ্টের মেসেজ গুলো অনেক ভালো লাগবে। পরবর্তীতে আমরা এখানে আরো অনেক সুন্দর সুন্দর কষ্টের এসএমএস কষ্টের কবিতা যোগ করব তাই আপনাদের অনুরোধ করে বলছি এই পেজটি বুকমার্ক বা সেভ করে রাখতে ভুলবেন না।
ঈদের শুভেচ্ছা বার্তা মেসেজ ঈদ মোবারাক কবিতা
কষ্টের এসএমএস কষ্টের কবিতা উক্তি মেসেজ:
আমি সব সময় হাসিমুখে কথা বলি,
সবার সাথে মিলে মিশে চলি,
আমি দুঃখ পেলে গোপন রাখি,
তাই সবাই ভাবে আমি অনেক সুখী,
আসলে আমি সুখী নই,
আমার পুরো জীবনটা সুখেরই অভিনয়।
হাসি সবসময় মানুষের সুখের অনুভুতি বুঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি মানুষের কাছ থেকে কতটা কষ্ট লুকাতে পারেন।
কষ্ট সাথে যারা বসবাস করে, রাতটা তাদের জন্য যে কত কষ্টের শুধু তারাই জানে।
সারাদিন কষ্ট গুলোকে বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন আর কোন ভাবে চেপে রাখা যায় না।
বুক ফেটে কষ্ট গুলো বের হতে না পারলেও চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু।
নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কঠিন,
সবাই মিষ্টি কথা বলে বলে মন ভোলাতে চায়।
আসলে কারো মনেই সত্যি কারের ভালোবাসা থাকে না,
স্বার্থের জন্য কাছে আসে মনে থাকে অন্য আশা।
স্বার্থ ফুরিয়ে গেলে, দুঃখ দিয়ে চলে যায়।
আমি সব সময়ই নিজেকে খুব একা ভাবি,
কারণ আমার পাশে থাকার মতো এমন কেউ নেই।
মাঝে মাঝে কাউকে খুব আপন ভেবে ফেলি,
পাশে গিয়ে দেখি যা ছিল সবই আমার কল্পনা।
মানুষের চেয়ে আকাশের কষ্ট কি বেশি? ইচ্ছে করলেই তো আকাশের জমে থাকা কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। কিন্তু মানুষ কিতা পারে? এমন অনেক মানুষ আছে যাদের জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে দিতে পারেনা। কষ্ট গুলো বুকের ভেতর জমাট বেঁধে থাকে। আর এই কষ্টগুলোই ধারণ করার ক্ষমতা ওই বিশাল আকাশের নেই।
তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত আমার জীবনে নেই। আর বৃষ্টি আসলে তো মনকে আর ধরে রাখতে পারিনা। আর বৃষ্টি আসলেই মনের ভিতর জমানো কষ্ট গুলো বৃষ্টির ফোটার সাথে চোখ দিয়ে জড়িয়ে পড়তে চায়। ঠিক আজ এই সময়ে বৃষ্টি হচ্ছে। নিজের অজান্তেই কেমন জানি বৃষ্টির সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তাইতো আজ বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেল আমার চোখের বৃষ্টি।
কষ্টের এসএমএস ইমোশনাল মেসেজ:
আমি যদি একটু জানতে পারতাম তোমার কষ্টের কারন হব আমি। তোমার চোখের এক ফোঁটা অশ্রুর কারন হব আমি। সত্যি বলছি তবে আমি কখনোই তোমার জীবনে আসতাম না। শুধু দূর থেকেই ভালবেসে যেতাম তোমাকে সব সময়।
আমি প্রেম করিনি কষ্ট পাওয়ার ভয়, কাউকে মন দেইনি মনের মত মানুষ পাইনি বলে। আজও আমি অপেক্ষায় আছি সেই রাজকুমারীর দেখা পাবো বলে।
এমন এক পৃথিবীতে বাস করি আমি,
আমার ভালোবাসার গুলো কথা বলার মত দুই একজন থাকলেও তা বোঝার মত কেউ নেই।
আমার কষ্টে ভরা জীবন দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি সারাক্ষণ।
তারাদের সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব প্রকৃতির এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি।
আমার এক সাগর কষ্ট বুকে আমি কষ্টের কথা বলি কাকে?
যার কারনে আমি নিঃস্ব হলাম সে তো আছে অনেক সুখে আর আমার কথা সে তো গেছি ভুলে।
তোমাকে ছাড়া আমার কষ্টে কাটে দিন খুঁজবে আমায় বুঝবে সেদিন যেদিন বাজবে আমার মরণ বীণ।
যে মানুষ তার জীবনের হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে,
সত্যিকার অর্থে সে ওই প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারবে না।
কষ্টের কবিতা এসএমএস/বাংলা কষ্টের মেসেজ:
দিয়ে গেলে নখের আচর বুকের চারপাশে,
তোমার দিয়ে যাওয়া অনেক কথা মনের মধ্যে জমা আছে,
রেখে গেলে ভালবাসার তোমার কাছের চুরি,
তোমার রেখে যাওয়া আগুনে আজ আমি একাই পুরী।
আমার সাথে শুয়ে থাকা করে দিয়ে ইতি,
তুমি যাবার বেলা রেখে গেলে অনেকগুলো স্মৃতি।
তুমি আমার থেকে হারিয়ে গেছো তাতে কি?
2মি কি ভাবছো, তোমার মাঝে আমি এখনো আছি?
তুমি চোখ বন্ধ করে আমাকে অস্বীকার করতে পারবে কি?
আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি ভালোবেসেছি
তুমি আমাকে ভালবাসনি তাতে আমার কি?
বাংলা কষ্টের মেসেজ
এখনো আমি তো তোমায় ভালোবাসি,
আমি এখন সুখে নেই তাতে কি,
তোমার সু খে তো আমি সুখী,
বুঝলে না অভিমানী তুমি,
তাইতো আমি চলে গেলাম দূরে,
তোমাকে অনেক ভালো রাখতে গিয়ে।
আমি এখন শুধু একা…….
এই একাকীত্ব জীবনের পথ অনেক বেশি আঁকাবাঁকা যেতে হবে আমাকে একা একা।
দুঃখ নেই আমার তাতে তুমিতো ভালো আছো,
তা দেখেই কেটে যাবে আমার সারাটা দিনে মেঘলা আকাশের বৃষ্টি।
তুমি চলেই যদি যাবে আমার সাজানো জীবনে কেন এসেছিলে?
আমি তো অনেক ভালই ছিলাম একা একা তবে তুমি মাঝপথে এসে কেন দিলে দেখা।
আমার দিন তো যাচ্ছিল অনেক ভালই হঠাৎ করে মাঝ পথে এসে দেখা দিলে তুমি।
আমাকে স্বপ্নের রাজ্যে ডুবিয়ে দিয়ে তুমি চলে গেলে অনেক দূরে।
মাঝখানে আমার জীবনে তুমি এসে এলোমেলো করে দিয়ে আবার দূরে চলে গেলে।
Bangla koster sms:
তোমার জন্য এখন আমি আর কাঁদি না,
কাঁদলেও আমার চোখের জল আর ঝরে না,
চোখের জল ঝরলেও আমি আর কষ্ট পাই না,
আমার কষ্ট হলেও আমি তোমাকে আর ভালোবাসি না।
ভালো বাসলেও আমি তোমাকে আর বলবো না,
আমি জানি বললেও তুমি আর শুনবে না।
শুনলেও তোমার আর কিছুই যায় আসে না।
কারণ আমি আজ বড়ই নিঃস্ব।
আজও আমাকে কেন কাদায় তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো,
ভেঙে দেয় আমার মন অবেলায়,
একা একা পড়ে থাকে তোমার লেখা চিঠি গুলো।
শূন্যতায় আমার দিন যে হারায়।
তুমি তো বলেছিলে পৃথিবীর সবকিছু বদলে গেলেও তুমি যাবে না বদলে,
বোকার মত সে কথা বিশ্বাস করেছিলাম আমি,
আজ এই পৃথিবীটা ঠিকই আছে কিন্তু বদলে গেছো শুধু তুমি।
কষ্ট ছাড়া কারও চোখ থেকে অশ্রু ঝরতে পারে না,
ভালোবাসা ছাড়া কারো সাথে কোন সম্পর্ক তৈরি হয় না,
তুমি একটা কথা মনে রেখো কাউকে কষ্ট দিয়ে নিজের জীবন সাজানো যায় না।
You can share our post and images in your social media account such as facebook, instagram, pinterest.
আরো পরুনঃ
[…] Here you will find all kinds of Bangla sad Shayari, Bangla oviman sms/bangla dukher sms , bengali shayari related Sms Quotes (অভিমান এস এম এস). When you are sad, then feel comfortable by sending these Bangla oviman sms to others. Poems that reveal the hidden words of the mind easily. We often use poetry to express our feelings. So here are some of the poems provided in this post, That will help you a lot. কষ্টের এসএমএস ছন্দ কবিতা স্ট্যাটাস […]
Just wanna input that you have a very nice internet site , I like the design it actually stands out. Pietra Bartlet Gemperle
Well I really liked reading it. This tip procured by you is very useful for proper planning. Florie Vale Ridley
Thank you ever so for you article post. Thanks Again. Really Cool. Dacie Hogan Durante
Good day very cool blog!! Guy .. Beautiful .. Superb .. Hortensia Knox Rossen
I quite like looking through a post that will make people think. Emera Frank Acie