Bangla shayari এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক/ Eid Mubarak। আশা করি সবাই ভাল আছেন এবং দিন গুলোকে খুব ভালোভাবে ইনজয় করছেন। তবে যাইহোক আজ আমি আপনাদের জন্য এখানে কিছু সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা বার্তা বা ঈদের মেসেজ বাণী নিয়ে আসলাম। আশাকরি আপনাদের সবার কাছে এই ঈদের শুভেচ্ছা বার্তা বা ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
Read More>>> Bengali love sms shayari
মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ও ঈদুল আজহা এই খুশি উপলক্ষে মুসলমানেরা একে অপরের সাথে খুশি বিনিময় করে এবং বলে ঈদ মোবারক ( Eid Mubarak wishes)। এটি একটি মুসলমানদের জন্য ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য ( Eid Mubarak wishes)।
ঈদ (Eid) এর অর্থ হলো খুশি বা আনন্দ এবং মোবারক (Mubarak) এর অর্থ হল কল্যাণ বা শুভ অর্থাৎ ঈদ মোবারক (Eid Mubarak) মানে হল আনন্দ উদযাপন শুভ হোক। ঈদ মোবারক বানান বাংলাতে অনেকে অনেক ভাবে লেখে যেমন: ঈদ মুবারাক, ঈদ মুবারক, ঈদ মোবারাক, ইদ মুবারক।
ঈদ মোবারক sms / ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা/Eid Mubarak wishes:
কিছু কথা সব সময় না বলাই থেকে যায়,
কিছু ভাষা আছে যা বর্ণহীন হয়,
তবে ঈদের দিন সব কিছু প্রাণ খুলে বলা যায়,
এসো আজ মন খুলে সবাই বলি ঈদ মোবারক বন্ধু। ঈদের শুভেচ্ছা
ওই নীল আকাশে উঠেছে ঈদের চাঁদ,
ঈদের আগে হল চাঁদনী রাত,
ঈদ হল সবার খুশির দিন,
তোমার দাওয়াত রইলো ঈদের দিন,
তুমি সব সময় ভালো থাকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার জন্য হোক অনেক রঙিন।
ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এসএমএস ঈদ মোবারক।
বিজি ছিলাম সারাদিন,
এখন হলাম আমি ইজি,
তোমার এড্রেস দাও তাড়াতাড়ি,
কালকে যাব আমি তোমার বাড়ি।
কাল হলো ঈদুল আযহা,
সাজবে তুমি,
মেহেদি দিয়ে রাঙাবে তোমার দুই হাত খানি,
এই খুশির সময়টুকু কাটুক তোমার জীবনে বারো মাস।
ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা
দূরের মানুষগুলো আসুক কাছে,
কাছের মানুষগুলো থাকুক আরো কাছে,
মন ছুটে যায় মনের টানে নতুন চন্দ্রের আগমনে,
ঈদ কাটুক খুশিমনে
চেয়ে দেখো ওই নীল আকাশে,
ঈদের চাঁদ উঠেছে,
নিয়ে এলো খুশির বার্তা,
সেই খুশিতে আমাদের বাড়ি দাওয়াত দিলাম আসিতে।

ঈদ sms বাংলা ছবি
আজ রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
আমি তোমায় রাঙিয়ে দেবো ঈদের এই দিনে।
••••••ঈদ মোবারক•••••
ওই চাঁদ মামা তুমি কি খুশি নিয়ে এলে?
খুশির আকাশে যে আজ পৃথিবী টা দোলে,
তোমার জন্য কত ছিল যে অপেক্ষা,
তাই বুঝি তুমি এক বছর পরে দিলে দেখা।
মুরগির ডিম হাসের ডিম,
তোমার সাথে দেখা হবে ঈদের দিন,
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ,
ঈদের দিনে আমাকে দাওয়াত না দিলে,
তোমার গালে মারবো একটা ঘুসি।
তোমাকে ঈদ কার্ড দিতে পারলাম না,
তুমি আমার কাছ থেকে অনেক দূরে বলে।
মুখেও বলতে পারলাম না তোমার নাম্বার নাই বলে,
তাই বলছি সুন্দর হোক তোমার ঈদের দিন,
তোমাকে দাওয়াত দিলাম অগ্রিম।
ঈদ আসছে লাগছে ভালো,
তাইতো আমাকে বলতে হল,
ঈদ মানে মনে আশার আলো,
EID মানে আশা,
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর হোক ভালোবাসা।
°°°°°°ঈদ মোবারক°°°°°°
ঈদের দাওয়াত দিলাম তোমাকে তুমি আসবে আমার বাড়ি কবুল করো তুমি আমার দাওয়াত দাওয়াত না করলে কবুল অনেক পাবো আঘাত তখন কিন্তু তোমার সাথে আড়ি।
ঈদের শুভেচ্ছা মেসেজ sms:
তুমি সব সময় হাসি খুশি থেকো,
যেমন হাসিখুশি থাকে ফুল,
পৃথিবীর সব দুঃখ যার তোমাকে ভুলে,
তুমি দুহাত উড়াও আজ আকাশে,
আজ তুমি হয়ে যাও পাখি,
আজকের এই দিন হল তোমার ঈদের দিনের মতো খুশি।
বৃষ্টি আসবে আসবে আর তোমার বাড়ির ছাদ ভেঙ্গে না এমনটা কি হয়,
আকাশে চাঁদ উঠবে আর জোছনা থাকবে না এমন কি কখনো হয়,
বাগানে ফুল ফুটলে তুমি সুবাস পাবেনা এমন কি হয়,
ঈদ আসবে আর তুমি আমার থেকে দাওয়াত পাবে না এমনকি হয়,
ঈদের দাওয়াত রইলো ঈদ মোবারক।
কিছু কথা না বলাই রয়ে যায় কিছু অনুভূতি মনের মাঝেই থেকে যায়।
কিছু স্মৃতি মানুষকে গোপনে কাদায়,
শুধুমাত্র একটি দিন মানুষকে সব ভুলিয়ে দেয়।
*****ঈদ মোবারক*****
তুমি সকালের শিশির ভেজা গোলাপের পাপড়ি,
Tumi পাহাড়ের গায়ে ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি।
Tumi মধ্যরাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই, ঈদ মোবারক।
চাঁদ নও তুমি, তবে তুমি চাঁদের আলো,
ফুল নও তুমি, তুমি ফুলের সৌরভ।
নদী নাও তুমি, তবে তুমি নদীর ঢেউ।
তুমি আমার অচেনা নও তবে তুমি আমার অনেক চেনা কেউ।
¶¶¶¶ঈদ মোবারক।¶¶¶¶¶
ফুল দিয়ে নয় চিঠি দিয়ে নয়,
কল দিয়ে নয় কার্ড দিয়ে নয়,
তোমাকে জানাই মনের গভীর থেকে মিষ্টি এসএমএস,
দিয়ে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ ∆∆∆∆মোবারক (Eid Mubarak)∆∆∆∆∆
EID MUBARAK 2020
নতুন সকাল নতুন দিন,
শুভ হোক তোমার ঈদের দিন,
নতুন রাতের বাঁকা চাঁদ রঙিন হোক তোমার ঈদের রাত,
$$$$$ঈদ মোবারক ২০২০ (Eid Mubarak 2020)$$$$$
রাতে গরম দিনে শীত এগিয়ে আসছে খুশির ঈদ,
চালের রুটি মাংসের ঝোল খেতে তোমরা করো না ভুল।
ঈদে থাকবে তোমরা হাসিখুশি তোমাকে চাই আমি সব সময় পাশাপাশি।
©©©©ঈদ মোবারক 2020 ( Eid Mubarak 2020)©©©©
শুভেচ্ছা দিলাম অনেক বেশি গরু না খাসি?
টিক্কা খাবে না ঝালফ্রাই খাবে?
আরটিভি না এনটিভি?
রিলাক্স নাকি আছো বিজি?
Wishing from the heart..
ππππ Eid Mubarak ππππ
তোমার সব ইচ্ছে গুলো উড়ে যাক পাখনা দুটি মেলে,
তোমার সব দিনগুলো যাক এমনি হেসে খেলে,
পূর্ণ হয় যেন তোমার সব শখ,
এই প্রত্যাশায় বন্ধু তোমাকে জানাই।
**ঈদ মোবারক**
“””””Eid Mubarak”””””
চাঁদ উঠেছে ঐ আকাশে তোরা দেখবি কে কে আয়,
নতুন ঈদের চাঁদের আলো এসে পড়ল সবার গায়ে।
ঈদ মোবারক / Eid Mubarak
আজকে সবার খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ঈদ এসেছে,
শাওয়াল মাসের চাঁদ ঐ আকাশে উঁকি দিয়েছে,
তাইতো সবার ঘরে আজ ঈদ এসেছে,
ঈদ মোবারক / Eid Mubarak
শুভ রাত্রি শুভ দিন।
রাত পোহালেই হবে ঈদের দিন।
আমরা সবাই উপভোগ করবো সারাদিন।
ঈদ আসবেনা প্রতিদিন।
তোমার দাওয়াত রইলো ঈদের দিন।
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক / Eid Mubaraklk
আপনারা এই ঈদ মোবারক মেসেজগুলো বা ঈদের শুভেচ্ছা বার্তা গুলো যেকোনো সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারেন যেমন: Facebook Twitter Instagram.
আরো পড়ুনঃ
Valobasar kobita bangla love poem
[…] Home/All Wishes, Bangla quotes, Bangla story, Bangla wishes, Bengali shayari/কষ্টের এসএমএস ছন্দ কবিতা স্ট্যাটাস Previous […]
[…] […]
[…] […]
[…] […]
Hello! I simply wiush to offer you a huge thumbs up for your excellent information yyou have here on this post. Marlie Neil Calondra
I have been examinating out a few of your posts and i can claim pretty clever stuff. I will surely bookmark your website. Jaime Kevan Tarrant